ঢাকা লিগে আবার ও সাকিব ৫ বছর পর

 


এ মাসের শেষে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলবেন সাকিব আল হাসান। তাকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার অনুমতি দিয়েছে টুর্নামেন্টের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

টি-টোয়েন্টি ফরম্যাটে ঢাকা লিগ শুরু হবে ৩১ মে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই আসরে সাকিব সবশেষ খেলেছিলেন ২০১৬ সালে, আবাহনী লিমিটেডের পক্ষে। এবার খেলবেন আবাহনীর চির প্রতিদ্বন্দ্বীদের হয়ে।

মূলত গত বছর করোনার কারণে স্থগিত হওয়া ঢাকা লিগ এবার নতুন করে শুরু হচ্ছে। নিষেধাজ্ঞা থাকায় গত বছর সাকিব কোনো দলে ছিলেন না। এখন স্বাধীন খেলোয়াড় হিসেবে সাকিব খেলতে যাচ্ছেন ঐতিহ্যবাহী মোহামেডানে।

যদিও কাছাকাছি সময়ে শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বদলি ড্রাফটে লাহোর কালান্দার্স দলে নিয়েছিল বাংলাদেশি অলরাউন্ডারকে। তবে আইপিএল স্থগিতের পর দেশে ফিরে ঢাকা লিগে খেলার আগ্রহ দেখান সাকিব।

সাকিবের আগ্রহের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চিঠি দেয় মোহামেডানই। গত সোমবারই সেই অনুমতি পেয়ে গেছেন সাকিব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ