সাতক্ষীরায় ভারত ফেরত দেড়’শ জনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সময়সীমার শেষ মুহূর্তে মঙ্গলবার রাতে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, বুধবার সকালে ওই ১১ জনকে সামেক হাসপাতালের আলাদা ইউনিটে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তাদের শরীরে করোনার ধরন ভারতীয় ভ্যারিয়েন্ট কি না সে বিষয়ে নিশ্চিত করতে এই ১১ জনের আলাদা স্যাম্পল আগামী ৫দিনের মধ্যে আইইডিসিআর-এ পাঠানো হবে।
এছাড়া বাকি ১৩৯ জন কোয়ারেন্টাইন সীমা পূর্ণ করায় এবং করোনা নেগেটিভ থাকায় তাদের বুধবার নিজ বাড়িতে ফেরত যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫ মে থেকে বিভিন্ন সময়ে ভারত থেকে ফেরত হওয়ায় সরকারি নির্দেশনা মেনে সাতক্ষীরায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে আসা নারী-পুরুষের সংখ্যা ছিল মোট ৩৩৭ জন।
যার মধ্যে দেড় শ’জন কোয়ারেন্টাইন সময়সীমা অতিক্রম করেন। তবে শেষ মুহূর্তের পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হওয়ায় তারা চিকিৎসার জন্য ফের সাতক্ষীরায় থেকে গিয়েছেন আর ১৩৯ জন নিজ ঠিকানায় যাওয়ার অনুমতি পেয়েছেন।
Blogger Comment
Facebook Comment