২ লাখ ২৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন করেন শেখ হাসিনা

 

২ লাখ ২৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন.....

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২০২১-২২ অর্থবছরের জন্য ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি ১৪ লাখ টাকার ব্যয় সংবলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে। এর বাইরে স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের প্রায় ১১ হাজার ৪৬৮ কোটি ৯৫ লাখ টাকার এডিপিও অনুমোদন করেছে এনইসি। সবমিলে মোট এডিপির আকার দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি ৯ লাখ টাকা।

প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল এনইসির ভার্চুয়াল সভায় এডিপি অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কানফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও অন?্য কর্মকর্তারা ভার্চুয়ালি সভায় অংশ নেন।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন। তিনি জানান, অন্যান্য বছরের মতো এবারও দেশজ সম্পদ, বৈদেশিক অর্থায়ন, সামষ্টিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে মাথাপিছু আয় বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস তথা জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে দীর্ঘ ও মধ্যমেয়াদি পরিকল্পনা কৌশল এবং লক্ষ্যমাত্রাগুলো অর্জনের জন্য ২০২১-২২ অর্থবছরের এডিপি প্রণয়ন করা হয়েছে।

তিনি জানান, এডিপিতে দারিদ্র্য বিমোচন, জিডিপির প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিয়ে বরাদ্দ দেয়া হয়েছে। অর্থ বরাদ্দের ক্ষেত্রে কৃষি, শিল্প ও সেবা খাতের প্রবৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন, আইসিটি শিক্ষার উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন-সংক্রান্ত প্রকল্প, সুষম উন্নয়নের লক্ষ্যে এলাকাভিত্তিক প্রকল্প ও সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে (পিপিপি) বাস্তবায়িত নতুন প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

এনইসি সভায় মন্ত্রিপরিষদের সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মুখ্য সমন্বয়ক (এসডিজিবিষয়ক), পরিকল্পনা কমিশনের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুমোদিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি ১৪ লাখ টাকার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন হবে ১ লাখ ৩৭ হাজার ২৯৯ কোটি ৯১ লাখ টাকা। আর বৈদেশিক উৎস থেকে অর্থায়ন হবে ৮৮ হাজার ২৪ কোটি ২৩ লাখ টাকা। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা করপোরেশনের ১১ হাজার ৪৬৮ কোটি ৯৫ লাখ টাকার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন হবে ৬ হাজার ৭১৭ কোটি ৪৮ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে অর্থায়ন হবে ৪ হাজার ৭৫১ কোটি ৪৭ লাখ টাকা। এডিপিতে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রকল্পসহ মোট প্রকল্প সংখ্যা ১ হাজার ৫১৫টি। এর মধ্যে সরকারের মূল এডিপির প্রকল্প ১ হাজার ৪২৬টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ৩০৮টি ও কারিগরি সহায়তা প্রকল্প ১১৮টি। আর স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের নিজস্ব অর্থায়নে ৮৯টি প্রকল্প বাস্তবায়িত হবে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, নতুন প্রকল্প গ্রহণে ব্যাপক কড়াকড়ি করা হয়েছে। করোনা মহামারির মধ্যেই নির্ধারিত মেয়াদে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতেই এমন কড়াকড়ি আরোপ। এ পরিপ্রেক্ষিতে আগামী ২০২১-২২ অর্থবছরের জন্য ৫৯৬টি উন্নয়ন প্রকল্প বরাদ্দহীনভাবে অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

আগামী অর্থবছরের জন্য কয়েকটি নতুন প্রকল্প হচ্ছেÑবর্ধিত ঢাকা শহরে পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন; রায়েরবাজার এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্প; পদ্মা (যশলদিয়াস্থ) পানি শোধনাগারের পরিশোধিত পানি ঢাকা শহরে সরবরাহের লক্ষ্যে মেইন লাইন নির্মাণ ও শক্তিশালীকরণ প্রকল্প; চট্টগ্রাম ওয়াসার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বাস্তবায়ন প্রকল্প; চট্টগ্রাম ওয়াসা প্রধান অফিস ভবন নির্মাণ প্রকল্প; মোহরা পানি সরবরাহ প্রকল্প ফেইজ-২; ঠাকুরগাঁও পৌরসভায় নিরাপদ পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প; সারাদেশের ৩১টি পৌরসভায় নিরাপদ পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্প; খাগড়াছড়ি জেলার বাজারসমূহ ও নিকটবর্তী এলাকায় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থাকরণ প্রকল্প; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ঢাকার লালমাটিয়া হাউজিং এস্টেটের নিউ কলোনি এলাকায় খেলার মাঠের বেজমেন্টে কার পার্কিং স্পেস নির্মাণ এবং মাঠের অভ্যন্তরে বিদ্যমান রোড, ড্রেন ও ফুটপাতের সংস্কার প্রকল্প; শীতলক্ষ্যা নদীর পূর্ব পাশ থেকে ভুলতা পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প; সুগন্ধা মোড় সুগন্ধা পয়েন্ট-লাবণী পয়েন্ট সড়ক সংস্কারসহ প্রশস্তকরণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্প প্রভৃতি।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ