শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে জানালেন শিক্ষামন্ত্রী | Dipu Moni |

 
 
 
 
 


 শিক্ষাপ্রতিষ্ঠান এখন তো দেখছেন যে সংক্রমণের হার দাম গত 24 ঘণ্টায় প্রায় 15 ভাগ এর কাছাকাছি মৃত্যুর মৃত্যু সংখ্যাটা ঊর্ধ্বগামী। সেই কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা মতো পরিস্থিতি নেই কিন্তু আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবরকম  বিকল্প চিন্তা করছি। এসারর্মেন্ট  গুলো তো চলছে। সেই এসারর্মেন্ট গুলোকে আরো আনন্দময় করার চেষ্টা করছি। যারা অলিম্পিয়াড আয়োজন করেন তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের সম্পৃক্ততার মাধ্যমে এগুলোকে আরো ভালো করার চেষ্টা করছ। আমরা এখন এসএসসি এইচএসসি  নিয়ে চিন্তা করছি।যদি পরিস্থিতি আরো খারাপের দিকে যায় পরীক্ষা বিকল্প কি হতে পারে, কি বিকল্প পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি সেগুলো নিয়ে আমরা কাজ করছি । সেই জন্য আমি সকল শিক্ষার্থী অভিভাবক কাছে আবেদন জানাবো , আমাদের শিক্ষার্থীরা যেন পড়াশোনা  দূর না হয় ।পরীক্ষায় হোক বা না হোক এক ধরনের মূল্যায়ন হবে এবং তাদের কিন্তু পড়াশোনার মধ্যে থাকতে হবে, যদি তারা না থাকে তাহলে পরবর্তী তে কিন্তু পড়াশোনাটা ধরতে পারবেনা । অনেক বেশি কষ্ট হয়ে যাবে এবং পিছিয়ে পড়বে তার জন্য নিজের যতদূর সম্ভব প্রতিদিন নিয়মিত পড়তে হবে।

 

আরো জানতে ইনকাম করুন

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ