Golden Music House

এই মন তোমাকে দিলাম


এই মন তোমাকে দিলাম,
এই প্রেম তোমাকে দিলাম। - [ ২ বার ]

তুমি চোখের আড়াল হও,
কাছে কিবা দূরে রও,
মনে রেখো আমিও ছিলাম।

এই মন তোমাকে দিলাম,
এই প্রেম তোমাকে দিলাম।

বকুলের মালা শুকাবে,
রেখে দেব তার সুরভী।
দিন গিয়ে রাতে লুকাবে,
মুছো নাকো আমারই ছবি।

আমি মিনতি করে গেলাম,
তুমি চোখের আড়াল হও,
কাছে কিবা দূরে রও,
মনে রেখো আমিও ছিলাম।

এই মন তোমাকে দিলাম,
এই প্রেম তোমাকে দিলাম।

ভালোবেসে আমি বারে বার,
তোমারি ও মনে হারাবো।
এ জীবনে আমি যে তোমার,
মরণেও তোমারই রবো।
তুমি ভুলো না আমারও নাম।

তুমি চোখের আড়াল হও,
কাছে কিবা দূরে রও,
মনে রেখো আমিও ছিলাম।
এই মন তোমাকে দিলাম,
এই প্রেম তোমাকে দিলাম। - [ ২ বার ]
][ সমাপ্ত ][


Song Name : Ei Mon Tomake Dilam
Singer : Sabina Yasmin
Lyrics : Gazi Mazharul Anwar
Music : Anwar Parvez
Movie : Manoshi


Majhe Majhe Tobo (মাঝে মাঝে তব )

Lyrics :

কেন মেঘ আসে হৃদয়-আকাশে
কেন মেঘ আসে হৃদয়-আকাশে
তোমারে দেখিতে দেয় না।
মোহমেঘে তোমারে দেখিতে দেয় না।
মোহমেঘে তোমারে
অন্ধ করে রাখে
তোমারে দেখিতে দেয় না।
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা।
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা।।
ক্ষনিক আলোকে আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে
ওহে ক্ষনিক আলোকে আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে।
ওহে হারাই-হারাই সদা হয় ভয়
হারাই হারাই সদা হয় ভয়
হারাইয়া ফেলি চকিতে
আশ না মিটিতে হারাইয়া
পলক না পড়িতে হারাইয়া
হৃদয় না জুড়াতে
হারাইয়া ফেলি চকিতে।
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা।
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা।
ওহে কি করিলে বলো পাইব তোমারে
রাখিব আঁখিতে আঁখিতে ওহে কি করিলে বল পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে
ওহে এত প্রেম আমি কোথা পাব নাথ
তোমারে হৃদয়ে রাখিতে।
আমার সাধ্য কিবা তোমারে
দয়া না করিলে কে পারে
তুমি আপনি না এলে
কে পারে হৃদয়ে রাখিতে…
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা।


Song Credits: ------------- Vocals - Prashmita Paul
Composer & Lyricist - Rabindranath Tagore
Arrangement and Music Production - Rahul Sarkar
Flute - Swarajit Ratul Guha
Mix and Master - Suvam Moitra
Recorded at - Muzik House Studios
Additional recording - Gaurub Ray

তোমারে লেগেছে এত যে ভালো


তোমারে লেগেছে এত যে ভালো
চাঁদ বুঝি তা জানে,
রাতের বাসরে দোসর হয়ে
তাই সে আমারে টানে
তোমারে লেগেছে এত যে ভালো
চাঁদ বুঝি তা জানে

রাতের আকাশে তারার মিতালী
আমারে দিয়েছে সুরের গীতালী।
কত যে আশায় তোমারই নামে
জ্বালিয়ে আমি রেখেছি দ্বীপালী।
আকুল ভ্রোমরা বলে সে কথা
বকুলের কানে কানে
চাঁদ বুঝি তা জানে
তোমারে লেগেছে এত যে ভালো
চাঁদ বুঝি তা জানে,
রাতের বাসরে দোসর হয়ে
তাই সে আমারে টানে
তাই সে আমারে টানে
এত যে কাছে চেয়েছি তোমারে
এত যে প্রীতি দিয়েছ আমারে।
এত যে পাওয়া কেমনে সহিব
একাকী আমি নীরব আঁধারে।
আকুল পাপিয়া ছড়ায়ে এ কথা
বাতাসের কানে কানে।।
চাঁদ বুঝি তা জানে
তোমারে লেগেছে এত যে ভালো
চাঁদ বুঝি তা জানে,
রাতের বাসরে দোসর হয়ে
তাই সে আমারে টানে।
তাই সে আমারে টানে।


এখনও মাঝে মাঝে মাঝ রাতে ঘুমের ঘোরে:


এখনও মাঝে মাঝে
মাঝ রাতে ঘুমের ঘোরে,
শুনি তোমার পায়ের আওয়াজ
যেন তুমি এসেছো ফিরে।

তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে,
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে।

এই রাত সেই রাত
কেটে গেছে কত রাত
কষ্টের হাওয়া বুকে নিয়ে,
আর পড়ে আছে কত না স্মৃতি
বন্দী মনের কারাগারে।

তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে,
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে।

এই প্রাণ এই মন কেঁদে বলে সারাক্ষণ
ভুলে গিয়ে আছো তুমি সুখে,
আমি কাটাই প্রহর আর ভালোবাসার
একা বেদনারই চরে।

তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে।

এখনও মাঝে মাঝে
মাঝ রাতে ঘুমের ঘোরে,
শুনি তোমার পায়ের আওয়াজ
যেন তুমি এসেছো ফিরে।

তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে,
তুমি চলে গেছো অনেক দুরে
এই মনের আঙিনা ছেড়ে।

Song Information ;
Song: Ekhono Majhe Majhe – এখনো মাঝে মাঝে
Singer: Asif Akbar
Album: O Priya Tumi Kothay
Lyrics, Tune & Music: Ethun Babu
Label: Soundtek


সেই তুমি


সেই তুমি কেন এত অচেনা হলে,

সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে ..এত অচেনা হলে তুমি
কিভাবে এত বদলে গেছি এই আমি
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চল বদলে যাই...
সেই তুমি কেন এত অচেনা হলে,

সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে ..এত অচেনা হলে তুমি
কিভাবে এত বদলে গেছি এই আমি
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চল বদলে যাই...
তুমি কেন বোঝনা…
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু..
ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ…
ছিল যতটুকু তোমার কাছে
তুমি.. ক্ষমা করে দিও আমায়….

কতরাত ..আমি কেদেছি

বুকের গভীরে কষ্ট নিয়ে
শূন্যতায়.. ডুবে গেছি আমি
আমাকে তুমি.. ফিরিয়ে নাও
তুমি কেন বোঝনা..
তোমাকে ছাড়া আমি অসহায়..
আমার সবটুকু…
ভালোবাসা.. তোমায় ঘিরে
আমার অপরাধ…
ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
সেই তুমি কেন এত অচেনা হলে

সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি

কিভাবে এত বদলে গেছি এই আমি

Singer : Ayub bacchu

কত যে তোমাকে বেসেছি ভালো


কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো
আমি যে তোমার তুমি মানতে
ওই দু’টি চোখ যেন জলে ফোটা পদ্ম
যত দেখি তৃষ্ণা মেটে না
ভীরু দু’টি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে
হাসলেই ঝড়ে পরে জোছনা
আমি এই রূপ দেখে দেখে মরতে পারি
তেমনি পারি ওগো বাঁচতে
সে কথা তুমি যদি জানতে

ওই কালো কেশ তুমি ছড়ালে যখন
মেঘেরাও পেলো জেনো লজ্জা
আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিলো
মধুময় হলো ফুলসজ্জা
ওগো এই রাত যেন কভু শেষ না হয়
জীবন বেলার শেষ প্রান্তে
সে কথা তুমি যদি জানতে

—————————–
singer:সুবীর নন্দী

পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে


পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে
শুধু তুমি নেই এইসময় আমারি পাশে।
তুমি ছাড়া এই জীবন ধুধু মরূভূমি
তুমি পাশে থাকলেই শুধু মৌসুমী,
এখন অনেক রাত-দুটি চোখে ঘুম নেই
তোমাকেই ভাবছি বসে বসে।
পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে
শুধু তুমি নেই এইসময় আমারি পাশে।।

কতকিছু আসে যায় আসনাতো তুমি
তুমি কাছে আসলেই সুখী হব আমি।
এখন অনেক রাত-আশে পাশে কেউ নেই
তোমাকে ভাবছি বসে বসে।।

পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে
শুধু তুমি নেই এইসময় আমারি পাশে-
পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে।।


ওগো গোলাপ তুমি একটু গন্ধ দিও

singer:Alka yaknik.

পাগল তোর জন্য


Song : Pagol Tor Jonno (পাগল তোর জন্য)
Singer : Nancy & Belal Khan
Lyric : Zulfiqer Russell
Tune : Belal Khan
Music : Mushfiq Litu
Album : Premer Jonno Prithibi
Producer : Jyoti Films
Language : Bangla
Label : Agniveena



Chokher Jole (চোখের জলে)



song:চোখের জলে তোমার ঠিকানা ভাসিয়ে দিলাম।
The notes of pathos echo through the heart wrenching tune of "Chokher Jole" from "Poran Jai Jolia Re".
This song featuring Dev and Subhashree is sung by Zubeen Garg, and composed by Jeet Gannguli, and penned by Priyo Chattopadhyay.

Jole Jole Jonaki



Film : Poramon
Starring : Mahi & Symon
Singer : Shafiq Tuhin & Nancy
Lyrics : Shafiq Tuhin
Music Director : Shafiq Tuhin
Direction: Zakir Hossain Raju
Produced and Distributed - Jaaz Multimedia


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ