বাজারে মোজাফফরপুরি জাতের লিচুর ভালো দাম পাচ্ছেন চাষিরা। গত সোমবার গুরুদাসপুরের বেড়গঙ্গারামপুরে।
গ্রামের বাগানগুলোতে চলে লিচু সংগ্রহের কাজ। চাষিরা লিচু সংগ্রহ করে সেসব লিচু নিয়ে যান গ্রামের একটি নির্দিষ্ট স্থানে। সেখানে গড়ে তোলা হয়েছে ১৮ থেকে ২০টি আড়ত। দরদাম করে সেখান থেকেই লিচু কেনেন ফড়িয়া-মহাজনেরা।
লিচু বেচাকেনার এমন চিত্র নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর গ্রামে। এই গ্রামের কানুমোল্লার বটতলায় গড়ে তোলা হয়েছে আড়ত। দেশের বিভিন্ন প্রান্তে লিচু যাচ্ছে এই আড়ত থেকে।
আড়তদার সমিতির সভাপতি সাখায়াত মোল্লা জানান, বৈশাখের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে প্রায় জ্যৈষ্ঠ মাসজুড়ে গ্রামের বাগানগুলোতে লিচু সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের কাজ চলে। দুপুর নাগাদ আড়তে বিক্রির উদ্দেশে লিচুর পসরা সাজানো হয়। ২০০১ সাল থেকে আড়তটি সচল রয়েছে।
Blogger Comment
Facebook Comment