নেইমারকে ছাড়াই ফরাসি কাপ জিতল: পিএসজি

 


বুধবার দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে ছাড়াই ফরাসি কাপের ফাইনালে নেমেছিল পিএসজি। তবে তাতেও শিরোপা ধরে রাখতে মোটেও অসুবিধা হয়নি তাদের। কিলিয়ান এমবাপের দুর্দান্ত নৈপুণ্যে মোনাকোর বিরুদ্ধে ফাইনালে ২-০ গোলের জয় তুলে নিয়েছে ফরাসি জায়ান্টরা। 

এদিন গোল করানোর পাশাপাশি নিজেও একটি গোল করেন এমবাপে। এ নিয়ে পিএসজি রেকর্ড ১৪ বারের মতো ফরাসি কাপের শিরোপা ঘরে তুলল। দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জিতেছে মার্সেই, ১০ বার।

প্যারিসে এদিন প্রথমার্ধেই ইকার্দির গোলে এগিয়ে যায় পিএসজি। ম্যাচের ১৯ মিনিটে এমবাপের কাছ থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন ইকার্দি।

এদিন অবশ্য নেইমার না থাকার ছাপ পিএসজির খেলায় বেশ স্পষ্ট ছিল। অগোছালো আক্রমণ, পরিকল্পনার অভাব ছিল পিএসজির খেলায়। তবু এমবাপের দাপটে তা অতিক্রম করে দলটি। ম্যাচের ৮১ মিনিটে ডি মারিয়ার পাস থেকে দারুণ এক গোল করে ব্যবধান ২-০ করে এমবাপে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ