বাংলাদেশ সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদ লন্ডন বাংলা প্রেসক্লাবের সামনে

 

সাংবাদিক রোজিনা ইসলামকে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবালয়ে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন করেছে লন্ডন বাংলা প্রেসক্লাব। বুধবার লন্ডন সময় বিকেল ৪টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মহিব চৌধুরী, সাবেক সভাপতি সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ বেলাল আহমেদ, বিবিসি বাংলার সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, ভয়েস অব আমেরিকার প্রযোজক শামীমা আহমেদ, উপস্থাপিকা উর্মি মাজহার, বুলবুল হাসান, কাউন্সিলার সায়মা আহমেদ, সাংবাদিক নজরুল ইসলাম বাসন, লেখিকা রেনু লুতফা, ইউকে বাংলা প্রেসক্লাব সভাপতি একে এম আবু তাহের চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কমিউনিকশন অফিসার সৈয়দ মনসুর আহমেদ, সিনিয়র সাংবাদিক জাহেদী ক্যারল, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, দর্পন সম্পাদক রহমত আলী, সাংবাদিক হামিদ মোহাম্মদ, কমিউনিটি ব্যক্তিত্ব মহিবুর রহমান ও সাংবাদিক মোস্তাক বাবুলসহ অনেকে।

এছাড়া সংগঠনের সভাপতি এমদাদুল হক চৌধু
রী লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে ফোন করে উদ্বেগ জানিয়েছেন। সেই সাথে ব্রিটিশ মূলধারার সাংবাদিক সংগঠনে চিঠি লিখে এই ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, কোষাধ্যক্ষ আ স ম মাসুম মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বলেন, রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রাখার ঘটনা রীতি মতো উদ্বেগজনক। সেখানে তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতনের যে সমস্ত ছবি এবং ভিডিও দেখা গেছে, তা একটি সরকারের সচিবালয়ের সরকারি কর্মকর্তাদের আচরণ এবং পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, এমন ঘটনা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি। রোজিনা ইসলামকে যেভাবে আটকে রেখে হেনস্তা করা হয়েছে, গলা চেপে ধরা হয়েছে তা স্বাধীন গণমাধ্যম ও সঠিক তথ্য প্রবাহের জন্য বড় বাধা। সাংবাদিক রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানান লন্ডন বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

Share on Google Plus

About NewsBooks24

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment