পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে
পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে
শুধু তুমি নেই এইসময় আমারি পাশে।
তুমি ছাড়া এই জীবন ধুধু মরূভূমি
তুমি পাশে থাকলেই শুধু মৌসুমী,
এখন অনেক রাত-দুটি চোখে ঘুম নেই
তোমাকেই ভাবছি বসে বসে।
পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে
শুধু তুমি নেই এইসময় আমারি পাশে।।
কতকিছু আসে যায় আসনাতো তুমি
তুমি কাছে আসলেই সুখী হব আমি।
এখন অনেক রাত-আশে পাশে কেউ নেই
তোমাকে ভাবছি বসে বসে।।
পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে
শুধু তুমি নেই এইসময় আমারি পাশে-
পূর্ণিমা চাঁদ আর তাঁরার মেলা আকাশে।।
Blogger Comment
Facebook Comment