এই মন তোমাকে দিলাম
এই মন তোমাকে দিলাম,
এই প্রেম তোমাকে দিলাম। - [ ২ বার ]
তুমি চোখের আড়াল হও,
কাছে কিবা দূরে রও,
মনে রেখো আমিও ছিলাম।
এই মন তোমাকে দিলাম,
এই প্রেম তোমাকে দিলাম।
বকুলের মালা শুকাবে,
রেখে দেব তার সুরভী।
দিন গিয়ে রাতে লুকাবে,
মুছো নাকো আমারই ছবি।
আমি মিনতি করে গেলাম,
তুমি চোখের আড়াল হও,
কাছে কিবা দূরে রও,
মনে রেখো আমিও ছিলাম।
এই মন তোমাকে দিলাম,
এই প্রেম তোমাকে দিলাম।
ভালোবেসে আমি বারে বার,
তোমারি ও মনে হারাবো।
এ জীবনে আমি যে তোমার,
মরণেও তোমারই রবো।
তুমি ভুলো না আমারও নাম।
তুমি চোখের আড়াল হও,
কাছে কিবা দূরে রও,
মনে রেখো আমিও ছিলাম।
এই মন তোমাকে দিলাম,
এই প্রেম তোমাকে দিলাম। - [ ২ বার ]
][ সমাপ্ত ][
Song Name : Ei Mon Tomake Dilam
Singer : Sabina Yasmin
Lyrics : Gazi Mazharul Anwar
Music : Anwar Parvez
Movie : Manoshi
Blogger Comment
Facebook Comment