EI MON TOMAKE DILAM LYRICS IN BANGL

এই মন তোমাকে দিলাম


এই মন তোমাকে দিলাম,
এই প্রেম তোমাকে দিলাম। - [ ২ বার ]

তুমি চোখের আড়াল হও,
কাছে কিবা দূরে রও,
মনে রেখো আমিও ছিলাম।

এই মন তোমাকে দিলাম,
এই প্রেম তোমাকে দিলাম।

বকুলের মালা শুকাবে,
রেখে দেব তার সুরভী।
দিন গিয়ে রাতে লুকাবে,
মুছো নাকো আমারই ছবি।

আমি মিনতি করে গেলাম,
তুমি চোখের আড়াল হও,
কাছে কিবা দূরে রও,
মনে রেখো আমিও ছিলাম।

এই মন তোমাকে দিলাম,
এই প্রেম তোমাকে দিলাম।

ভালোবেসে আমি বারে বার,
তোমারি ও মনে হারাবো।
এ জীবনে আমি যে তোমার,
মরণেও তোমারই রবো।
তুমি ভুলো না আমারও নাম।

তুমি চোখের আড়াল হও,
কাছে কিবা দূরে রও,
মনে রেখো আমিও ছিলাম।
এই মন তোমাকে দিলাম,
এই প্রেম তোমাকে দিলাম। - [ ২ বার ]
][ সমাপ্ত ][


Song Name : Ei Mon Tomake Dilam
Singer : Sabina Yasmin
Lyrics : Gazi Mazharul Anwar
Music : Anwar Parvez
Movie : Manoshi
Share on Google Plus

About NewsBooks24

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment