ধেয়ে আসছে ‘সাইক্লোন যশ’, তাতেই বিপত্তি অভিনেতা যশের! কিন্তু কেন?

 নামে কীই বা এসে যায়! একথা অনেকে বলেই থাকেন। কিন্তু বললে তো আর হল না। এতেই খ্যাতি, এতেই আবার বিড়ম্বনা। যা হাড়ে হাড়ে টের পাচ্ছেন টলিউডের অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। বিশেষ করে আবহাওয়ার পরিবর্তনের খবরে। নাহ, ভোটের আবহাওয়ার কথা বলা হচ্ছে না, কারণ তা ঘটেই থাকে। কথা হচ্ছে রাজ্যের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের
। যার নাম দেওয়া হয়েছে ‘যশ’ (Cyclone yasa)।

হ্যাঁ, ঠিকই পড়েছেন এবং ঠিকই লেখা হয়েছে। রবিবার বাংলায় যে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে তার নাম ‘যশ’। হাওয়া অফিসের কর্তাদের ধারণা, এর তীব্রতা আমফানের থেকেও বেশি হতে পারে। আর তাতেই বিড়ম্বনায় পড়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত। মেসেজের পর মেসেজ আসছে তাঁর কাছে। অনেকে আবার সাইক্লোন নিয়ে পোস্ট লিখতে গিয়ে তাঁকে ট্যাগ করে ফেলছেন। স্বেচ্ছায় ট্যাগও করে দিচ্ছেন অনেকে। এমন সুযোগ ছাড়েননি অভিনেত্রী ঐন্দ্রিলা সেনও (Oindrila Sen)।

Share on Google Plus

About NewsBooks24

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment