করোনা কেড়েছে বহু প্রাণ, শ্রদ্ধা জানাতে গিয়ে ভারাক্রান্ত প্রধানমন্ত্রী


  চেষ্টার ত্রুটি রাখেনি কেউই। না সরকার, না চিকিৎসকরা। তবুও করোনার থাবায় চলে গিয়েছে বহু মানুষের প্রাণ। তাঁদের কথা বলতে গিয়ে এবার ভেঙে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। গলা ধরে এল তাঁর। অবশ্য চোখে জল আসার আগেই নিজেকে সামলে নিয়েছেন মোদি। অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াইটা এখনও বাকি। আর ‘ক্যাপ্টেন’ যদি ভেঙে পড়েন তাহলে অন্য যোদ্ধাদের মনোবলে আঘাত লাগতে পারে। সেকথা ভেবেই হয়তো।

শুক্রবার নিজের লোকসভা কেন্দ্র বারাণসীর (Varanasi) চিকিৎসকদের সঙ্গে কোভিড নিয়ে কথা বলছিলেন মোদি। চিকিৎসকদের উদ্দেশে তিনি বলছিলেন,”এই মারণ ভাইরাস আমাদের কাছ থেকে আমাদের প্রিয়জনদের কেড়ে নিয়েছে। যারা যারা এই ভাইরাসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা…” বলতে বলতেই গলা ভারি হয়ে আসে প্রধানমন্ত্রীর। কান্না যেন ভিতর থেকে ঠেলে বেরিয়ে আসছিল। পরক্ষণেই নিজেকে সামলে নিলেন ‘৫৬ ইঞ্চি’। করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদের প্রশংসা শুরু করলেন তিনি। কীভাবে সীমিত ক্ষমতা নিয়ে চিকিৎসকরা লড়াই করছেন, তা দৃষ্টান্ত হয়ে থাকবে, বললেন প্রধানমন্ত্রী। মনে করিয়ে দিলেন, সদিচ্ছা থাকলে কোনও বাধাই বাধা হতে পারে না।


বারাণসীর চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, আমাদের মিলিত লড়াইয়ে এই মহামারীকে (CoronaVirus) অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছি আমরা। তবে, লড়াই এখনও অনেক বাকি। প্রধানমন্ত্রী বলেন, অদৃশ্য এবং রূপ পরিবর্তনকারী ভাইরাসের বিরুদ্ধে লড়তে আমাদের টিকাকরণকে গণ আন্দোলনে পরিণত করতে হবে। যেখানেই ব্যাধি, সেখানেই উপাচার পৌঁছে দিতে হবে। আমাদের এই লড়াইয়ে একটা নতুন চ্যালেঞ্জ ‘ব্ল্যাক ফাঙ্গাস’ সামনে এসে দাঁড়িয়েছে। আমাদের এখন থেকেই এই মারণ রোগের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নিতে হবে এবং সমস্তরকম সতর্কতামূলক পদক্ষেপ করতে হবে।

Share on Google Plus

About NewsBooks24

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment