দেশে করোনাভাইরাসের টিকার সংকট দেখা দেওয়ার পর যুক্তরাজ্যের কাছ থেকে টিকা চেয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যের টেলিভিশন আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে টিকা চাওয়ার বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার অক্সফোর্ড উদ্ভাবিত টিকা রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। এর ফলে বাংলাদেশও আপাতত ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা পাচ্ছে না। এই পরিস্থিতি নিয়ে আইটিভির সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। দেশের টিকা পরিস্থিতিকে ‘সংকট’ বলে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি বলেন, ‘আমরা টিকা পেতে মরিয়া।’
Blogger Comment
Facebook Comment