Majhe Majhe Tobo (মাঝে মাঝে তব )
Lyrics :
কেন মেঘ আসে হৃদয়-আকাশেকেন মেঘ আসে হৃদয়-আকাশে
তোমারে দেখিতে দেয় না।
মোহমেঘে তোমারে দেখিতে দেয় না।
মোহমেঘে তোমারে
অন্ধ করে রাখে
তোমারে দেখিতে দেয় না।
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা।
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা।।
ক্ষনিক আলোকে আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে
ওহে ক্ষনিক আলোকে আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে।
ওহে হারাই-হারাই সদা হয় ভয়
হারাই হারাই সদা হয় ভয়
হারাইয়া ফেলি চকিতে
আশ না মিটিতে হারাইয়া
পলক না পড়িতে হারাইয়া
হৃদয় না জুড়াতে
হারাইয়া ফেলি চকিতে।
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা।
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা।
ওহে কি করিলে বলো পাইব তোমারে
রাখিব আঁখিতে আঁখিতে ওহে কি করিলে বল পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে
ওহে এত প্রেম আমি কোথা পাব নাথ
তোমারে হৃদয়ে রাখিতে।
আমার সাধ্য কিবা তোমারে
দয়া না করিলে কে পারে
তুমি আপনি না এলে
কে পারে হৃদয়ে রাখিতে…
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা।
Song Credits: ------------- Vocals - Prashmita Paul
Composer & Lyricist - Rabindranath Tagore
Arrangement and Music Production - Rahul Sarkar
Flute - Swarajit Ratul Guha
Mix and Master - Suvam Moitra
Recorded at - Muzik House Studios
Additional recording - Gaurub Ray
Blogger Comment
Facebook Comment