Ekhono Majhe Majhe Song Lyrics

এখনও মাঝে মাঝে মাঝ রাতে ঘুমের ঘোরে:


এখনও মাঝে মাঝে
মাঝ রাতে ঘুমের ঘোরে,
শুনি তোমার পায়ের আওয়াজ
যেন তুমি এসেছো ফিরে।

তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে,
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে।

এই রাত সেই রাত
কেটে গেছে কত রাত
কষ্টের হাওয়া বুকে নিয়ে,
আর পড়ে আছে কত না স্মৃতি
বন্দী মনের কারাগারে।

তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে,
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে।

এই প্রাণ এই মন কেঁদে বলে সারাক্ষণ
ভুলে গিয়ে আছো তুমি সুখে,
আমি কাটাই প্রহর আর ভালোবাসার
একা বেদনারই চরে।

তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে।

এখনও মাঝে মাঝে
মাঝ রাতে ঘুমের ঘোরে,
শুনি তোমার পায়ের আওয়াজ
যেন তুমি এসেছো ফিরে।

তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে,
তুমি চলে গেছো অনেক দুরে
এই মনের আঙিনা ছেড়ে।

Song Information ;
Song: Ekhono Majhe Majhe – এখনো মাঝে মাঝে
Singer: Asif Akbar
Album: O Priya Tumi Kothay
Lyrics, Tune & Music: Ethun Babu
Label: Soundtek

Share on Google Plus

About NewsBooks24

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment